জনাব মোহাম্মদ আবদুর রউফ
ব্যবস্থাপনা পরিচালক
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
জনাব মোহাম্মদ আবদুর রউফ গত ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ঢাকা মেট্রোরেল এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। এই দায়িত্ব গ্রহণের পূর্বে জনাব মোহাম্মদ আবদুর রউফ গত ০৯ জুলাই ২০২০ থেকে গত ২৪ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেডেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দার্ন রুট এর অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর কোম্পানি সচিব (যুগ্মসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তাঁর রয়েছে সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবন। দীর্ঘ চাকুরি জীবনে তিনি মাঠ প্রশাসনে ও সচিবালয়ে কাজ করেছেন।
জনাব মোহাম্মদ আবদুর রউফ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপপরিচালক স্থানীয় সরকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকালে সুশাসন ও উন্নয়ন কার্যাদির বাস্তবতা সম্পর্কে তিনি সম্যক অবহিত হন। এছাড়াও তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরোতে উপপরিচালন (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ০৩ (তিন) বার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেলা সচিবের দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেন এবং পণ্য বহুমুখিকরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ন অবদান রাখেন।
শিক্ষা জীবনে জনাব মোহাম্মদ আবদুর রউফ কুমিল্লার ধোড়করা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি বিজ্ঞান বিষয়ে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য যে, তিনি স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং প্রথম স্থান অধিকার করেন।
জনাব মোহাম্মদ আবদুর রউফ তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে সেমিনার, প্রশিক্ষণ, নেগোসিয়েশন এবং পেশাগত প্রয়োজনে অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মানি, তুরস্ক, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, ফিজি, বেলজিয়াম, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, শ্রীলংকা, সিঙ্গাপুর, হংকং ভ্রমণ করেন।
জনাব মোহাম্মদ আবদুর রউফ মরহুম মৌঃ মোঃ আবদুল মান্নান ও মরহুমা বেগম সালেহা আক্তার দম্পতির তৃতীয় সন্তান। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী’র নাম জনাব মাহফুজা জাফরীন নিক্কন এবং তিনি ২ সন্তানের জনক। বই পড়া, বড়শিতে মাছ শিকার, ভ্রমণ, কবিতা আবৃত্তি এবং মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকা তাঁর অন্যতম শখ।