Wellcome to National Portal
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুলাই ২০২৪

Frequently Asked Questions (FAQs) of MRT Line-4

হালনাগাদের তারিখ: ৩০ জুলাই ২০২৪

 

ক্রম

জিজ্ঞাস্য

উত্তর

১.

MRT Line-4 ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে কী ভূমিকা রাখবে?

MRT Line-4 বাস্তবায়িত হলে ২০৩০ সালে এই লাইনে প্রতিদিন প্রায় সাড়ে ৪ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। এতে অল্প সময়ে অধিক সংখ্যায় যাত্রী পরিবহন করা সম্ভব হবে। ছোট ছোট যানবাহনের ব্যবহার উল্লেখযোগ্য সংখ্যায় হ্রাস পাবে। জীবাশ্ম ও তরল জ্বালানীর ব্যবহার কম হবে। ঢাকা মহানগরীর জীবন যাত্রায় ভিন্ন মাত্রা ও গতি যোগ হবে। যানজট বহুলাংশে হ্রাস পাবে। মহানগরবাসীর কর্মঘন্টা সাশ্রয় হবে। সাশ্রয়কৃত কর্মঘন্টা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহার করা যাবে।  

MRT Line-4 সম্পূর্ণ বিদ্যুৎ চালিত বিধায় কোনো ধরনের জীবাশ্ম ও তরল জ্বালানী ব্যবহৃত হবে না। ফলে বায়ু দূষণ হওয়ার কোনো সুযোগ নেই। Railway Track এর নিচে Mass Spring System (MSS) থাকবে। Continuous Welded Rail (CWR) ব্যবহার করা হবে। উড়াল অংশের ভায়াডাক্টের উভয় পার্শ্বে শব্দ প্রতিবন্ধক দেয়াল থাকবে এবং পাতাল অংশের টানেল সংলগ্ন মাটি শব্দ প্রতিরোধক হিসেবে কাজ করবে। ফলশ্রুতিতে মেট্রোরেলে শব্দ ও কম্পন দূষণ মাত্রা মানদন্ড সীমার অনেক নিচে থাকবে। সার্বিকভাবে পরিবেশ দূষণের নেতিবাচক প্রভাব ফেলবে না বরং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। গত ২৮ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে EDCF পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনের জন্য RFP আহবান করেছে। সে মোতাবেক গত ১৪ মে ২০২৪ তারিখে EDCF ও DOHWA Engineering Company LTD এর মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং Feasibility Study এর কাজ চলমান রয়েছে ।

২.

MRT Line-4 নির্মাণে অর্থের উৎস কী?

MRT Line-4 নির্মাণের নিমিত্ত উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধান করা হচ্ছে।

 

৩.

MRT Line-4 এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ কী কী?

উদ্দেশ্য

:

ঢাকা মহানগরীর যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময়-সাশ্রয়ী, বিদ্যুৎ চালিত, দূরনিয়ন্ত্রিত ও পরিবেশবান্ধব অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তন

দৈর্ঘ্য     

:

প্রকৃত দৈর্ঘ্য এখনও নির্ধারণ করা হয়নি

অবকাঠামোর ধরন

:

উড়াল এবং পাতাল

সম্ভাব্য রুট এ্যালাইনমেন্ট

:

কমলাপুর - সায়েদাবাদ - যাত্রাবাড়ী - শনির আখড়া - সাইনবোর্ড – চট্টগ্রাম রোড - কাঁচপুর - মদনপুর

স্টেশনের সংখ্যা

 

:

এখনও নির্ধারণ করা হয়নি    

মেট্রো ট্রেনের পরিচালন ব্যবস্থা

:

Communication Based Train Control (CBTC) System

সর্বোচ্চ পরিচালন গতি

:

উড়াল: ১০০ কিলোমিটার/ঘন্টা

  পাতাল:  ৯০ কিলোমিটার/ঘন্টা

মেট্রো ট্র্যাকের ধরণ      

:

Dual Continuous Welded Rail

গেজ

:

স্ট্যান্ডার্ড গেজ (১৪৩৫ মিলিমিটার)

সমাপ্তির নির্ধারিত তারিখ

:

ডিসেম্বর ২০৩০

৪.

 

MRT Line-4 এর সঙ্গে অন্যান্য MRT Line এর Interchange কোন কোন স্টেশনে থাকবে?

এমআরটি লাইন-৪ এর কমলাপুর মেট্রোরেল স্টেশনে এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-২ এবং সাইনবোর্ড মেট্রোরেল স্টেশনে এমআরটি লাইন-২ এর সঙ্গে আন্তঃলাইন সংযোগ বা Interchange থাকবে।

৫.

MRT Line-4 এর ভাড়া কিভাবে নির্ধারণ করা হবে?

মেট্রোরেল আইন ও বিধিমালা অনুসারে ভাড়া নির্ধারণ করা হবে।