MRT Line-1 বিমানবন্দর রুট এবং পূর্বাচল রুটে বিভক্ত থাকবে | বিমানবন্দর অংশের রুটটি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে শুরু করে বিমানবন্দর টার্মিনাল ৩, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ হয়ে কমলাপুর যাবে । সম্পুর্ন আন্ডারগ্রাউন্ড প্রায় সাড়ে ১৬ (ষোলো) কিলোমিটার দীর্ঘ এই রুটে ১২ টি স্টেশন থাকবে । যার মধ্যে নতুন বাজার স্টেশনে MRT Line -5 এর সাথে এই রুটের আন্তঃসংযোগ থাকবে ।
MRT Line-1 এর পূর্বাচলগামী অংশটি নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা হয়ে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, মাস্তুল, পূর্বাচল পশ্চিম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল সেক্টর -৭ হয়ে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত বিস্তৃত হবে । প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে বিমানবন্দর রুটের অন্তর্ভুক্ত নতুন বাজার ও যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ড স্টেশনদুটোসহ, মোট স্টেশন থাকবে ৯ টি । এর মধ্যে বসুন্ধরা থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ৭টি স্টেশন হবে এলিভেটেড ।
As per the Revised Strategic Transport Plan (RSTP), MRT Line-1 will be divided into Airport Route and Purbachal Route. The Airport Route will run from Hazrat Shahjalal International Airport to Airport Terminal-3, Khilkhet, Jamuna Future Park, Notun Bazar, North Badda, Badda, Hatir Jheel, Rampura, Malibagh, Rajar Bagh to Kamlapur. This 16.5 Kilometres long underground section will have 12 Stations. The Notun Bazar Station will have an inter-connection with the MRT Line-5.
The Purbachal Section of MRT Line-1 will run from Notun Bazar to Bashundhara via Jamuna Future Park to Police Officer’s Housing Society, Mastul, Purbachal West, Purbachal Center, Purbachal Sector-7 to Purbachal Terminal. This 10 kilometer long section will have 9 stations including the underground Notun Bazar and Jamuna Future Park stations belonging to the Airport route. The Bashundhara to Purbachal section will be elevated and will have Seven (7) stations.