Wellcome to National Portal
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুন ২০২৪

এক নজরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড

 

 

ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে Mass Rapid Transit (MRT) বা মেট্রোরেল নেটওয়ার্কের পরিকল্পনা, সার্ভে, ডিজাইন, অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নিমিত্ত The Companies Act 1994 অনুযায়ী গত ০৩ জুন ২০১৩ তারিখ শতভাগ সরকারি মালিকানাধীন Dhaka Mass Transit Company Limited (DMTCL) গঠন করা হয়।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

কোম্পানির নাম  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
প্রশাসনিক বিভাগ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
মন্ত্রণালয়    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
প্রধান কার্যালয় প্রবাসী কল্যাণ ভবন (লেভেল-১৪), ৭১-৭২ পুরাতন এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০

 

রূপকল্প

বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ

যানজট কমাবে মেট্রোরেল

 

অভিলক্ষ্য

দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎচালিত, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন

 

সময়বদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ৬টি Mass Rapid Transit (MRT) বা মেট্রোরেলের সমন্বয়ে মোট ১২৮.৭৪১ কিলোমিটার দীর্ঘ ও ১০৪টি স্টেশন বিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্ত সরকার নিন্মোক্ত সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ গ্রহণ করেছে:

সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০

ক্রম

এমআরটি লাইনের নাম

পর্যায়

সম্ভাব্য সমাপ্তির সাল

ধরণ

১.

এমআরটি লাইন-৬*

প্রথম

২০২৪

উড়াল

২.

এমআরটি লাইন-১

দ্বিতীয়

২০২৬

উড়াল ও পাতাল

৩.

এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট

২০২৮

৪.

এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট

তৃতীয়

২০৩০

৫.

এমআরটি লাইন-২

৬.

এমআরটি লাইন-৪

উড়াল

 

* মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণে MRT Line-6 মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার বর্ধিত করার নিমিত্ত Detailed Design ও ভূমি অধিগ্রহণের কার্যক্রম চলছে।

 

ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকা সমন্বয়ে গঠিত মেট্রোরেল নেটওয়ার্ক

 

লাইনভিত্তিক দৈর্ঘ্য ও স্টেশন বিভাজন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় বাস্তবায়নাধীন সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০-এ অন্তর্ভুক্ত Mass Rapid Transit (MRT) বা মেট্রোরেল নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য ১৪০.৭০১ কিলোমিটার। মোট স্টেশন সংখ্যা ৬৭টি।  এমআরটি লাইনভিত্তিক বিভাজন নিম্নরূপ:

এমআরটি লাইনের নাম

কিলোমিটারে দৈর্ঘ্য

স্টেশনের সংখ্যা

মোট

উড়াল

পাতাল

মোট

উড়াল

পাতাল

এমআরটি লাইন-৬

২১.২৬

২১.২৬

-

১৭

১৭

-

এমআরটি লাইন-১

৩১.২৪১

১১.৩৬৯

১৯.৮৭২

২১

০৭

১৪

এমআরটি লাইন-৫ঃ নর্দার্ন রুট

২০.০০

0৬.৫০

১৩.৫০

১৪

০৫

০৯

এমআরটি লাইন-৫ঃ সাউদার্ন রুট

১৭.২০

০৪.১০

১৩.১০

১৫

০৪

১১

এমআরটি লাইন-২*

৩৫.০০

সম্ভাব্যতা যাচাই এর পর চূড়ান্ত করা হবে

এমআরটি লাইন-৪*

১৬.০০

মোট

১৪০.৭০১

         

* আনুমানিক দৈর্ঘ্য

 

Mass Rapid Transit (MRT) বা মেট্রোরেল নেটওয়ার্কের রুট এ্যালাইনমেন্ট

MRT Line-6

উত্তরা ৩য় পর্ব - পল্লবী - রোকেয়া সরণির পশ্চিম পার্শ্ব দিয়ে খামারবাড়ী হয়ে ফার্মগেট - হোটেল সোনারগাঁও - শাহবাগ - টিএসসি - দোয়েল চত্ত্বর - তোপখানা রোড - বাংলাদেশ ব্যাংক

MRT Line-1

বিমানবন্দর রুট: বিমানবন্দর-বিমানবন্দর টার্মিনাল ৩ - খিলক্ষেত - নদ্দা - নতুন বাজার - উত্তর বাড্ডা - বাড্ডা - হাতিরঝিল পূর্ব - রামপুরা - মালিবাগ - রাজারবাগ - কমলাপুর

পূর্বাচল রুট: নতুন বাজার - নদ্দা - জোয়ার সাহারা - বোয়ালিয়া - মস্তুল - শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম - পূর্বাচল সেন্টার - পূর্বাচল পূর্ব - পূর্বাচল টার্মিনাল - পিতলগঞ্জ ডিপো

MRT Line-5: Northern Route

হেমায়েতপুর - বালিয়ারপুর - বিলামালিয়া - আমিনবাজার - গাবতলী - দারুস সালাম - মিরপুর ১ - মিরপুর ১০ - মিরপুর ১৪ - কচুক্ষেত - বনানী - গুলশান ২ - নতুন বাজার - ভাটারা

Line-5: Southern Route

গাবতলী - টেকনিক্যাল - কল্যাণপুর - শ্যামলী - কলেজ গেইট - আসাদ গেইট - রাসেল স্কয়ার - কারওয়ান বাজার - হাতিরঝিল - তেজগাঁও - আফতাবনগর - আফতাবনগর সেন্ট্রাল -আফতাবনগর পূর্ব - নাসিরাবাদ - দাশেরকান্দি

MRT Line-2

গাবতলী - Embankment Road - বসিলা - মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড - সাত মসজিদ রোড - ঝিগাতলা - ধানমন্ডি ২ নম্বর রোড - সাইন্স ল্যাবরেটরি - নিউ মার্কেট - নীলক্ষেত - আজিমপুর - পলাশী - শহীদ মিনার - ঢাকা মেডিকেল কলেজ - পুলিশ হেডকোয়ার্টার - গোলাপ শাহ মাজার - বঙ্গভবনের উত্তর পার্শ্বস্থ সড়ক - মতিঝিল - আরামবাগ - কমলাপুর - মুগদা - মান্ডা - ডেমড়া - চট্টগ্রাম রোড

MRT Line-4

কমলাপুর থেকে নারায়ণগঞ্জ

 

বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ

সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ অনুসরণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত সময়ের অগ্রগতি:

ক্রম

প্রকল্পের নাম

অগ্রগতি

১.

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)

নির্মাণ কাজ চলমান

২.

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)

ডিটেইল্ড ডিজাইনের কাজ চলমান

৩.

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দার্ন রুট

বেসিক ডিজাইনের কাজ চলমান

৪.

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট

ডিটেইল্ড ইঞ্জিনিয়ারিং ডিজাইনের কাজ চলমান

৫.

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-২)

প্রিলিমিনারি স্ট্যাডি চলমান

৬.

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৪)

পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের উদ্যোগ প্রক্রিয়াধীন

 

প্রক্রিয়াধীন ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা মেট্রোরেলসমূহ

মেট্রোরেল আইন ২০১৫ এর ধারা-১ এর উপধারা-(২) (ক) অনুযায়ী সরকারের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলায় মেট্রোরেলের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এই প্রেক্ষাপটে সময়বদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ এর আওতায় নারায়ণগঞ্জ মহানগরীকে মেট্রোরেল নেটওয়র্কের আওতায় আনা হচ্ছে। প্রণীতব্য দ্বিতীয় কর্মপরিকল্পনায় এমআরটি লাইন-৬ কে গাজীপুর মহানগরী পর্যন্ত, এমআরটি লাইন-১ কে পূর্ব দিকে নরসিংদী জেলার মাধবদী পর্যন্ত এবং দক্ষিণ দিকে মুন্সিগঞ্জ জেলার ঝিলমিল পর্যন্ত, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুটকে ঢাকা জেলার নবীনগর পর্যন্ত এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুটকে নারায়ণগঞ্জ জেলার বরপা পর্যন্ত ক্রমান্বয়ে বর্ধিত করার পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদী জেলা শহরকে মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। একই আইনের ধারা-১ এর উপধারা-(২) (খ) অনুযায়ী চট্টগ্রাম মহানগরীতে সরকারের মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

 

বিশেষ দ্রষ্টব্য

বিস্তারিত জানতে আগ্রহী হলে ডিএমটিসিএল এর ওয়েবসাইটের মেইন মেনুর Frequently Asked Question (FAQ) এবং লাইনভিত্তিক মাসিক অগ্রগতির প্রতিবেদন ভিজিট করুন।